ফায়ার সার্ভিসের আরও ৮ কর্মীর করোনা শনান্ত, মোট আক্রান্ত ২৪
১৬ মে ২০২০ ২০:৩৯
ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও ৮ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই সংস্থার মোট ২৪ জন কর্মকর্তা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৬ মে) ফায়ার সার্ভিস সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, আক্রান্ত ২৪ জনের মধ্যে ১ জন সুস্থ হয়েছেন। বাকি ২৩ জন কোয়ারেনটাইনে রয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৩ জন অধিদফতরের অফিস শাখার, ৭ জন সদর দফতর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের এবং ৪ জন ঢাকা নিয়ন্ত্রক কক্ষের কর্মী।
আক্রান্তদের ১৫ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এদের একজনের পরীক্ষায় দুইবার নেগেটিভ ফলাফল আসায় তাকে সুস্থ বলে ঘোষণা করা হয়েছে।
ধারনা করা হচ্ছে অগ্নি দুর্ঘটনা নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে আক্রান্ত হয়েছেন। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন।
আক্রান্তরা সবাই এখন সুস্থ আছেন, তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে আইসোলেশনে পাঠানো হবে কিংবা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।