Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাটমুখী সব যাত্রীবাহী পরিবহন ঢাকায় ফেরত পাঠাচ্ছে পুলিশ


১৭ মে ২০২০ ১৫:৫৯

মুন্সীগঞ্জ: সরকার ঘোষিত জরুরি পরিষেবার বাইরে কোন যাত্রীবাহী যানবাহন এ জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জেলার গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১৭ মে) সকাল থেকেই দেখা যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গাড়ির চাপ। যাত্রীবাহী প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেলে শিমুলিয়া ঘাটের দিকে ছুটছেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।

বিজ্ঞাপন

ঢিমেতালে কয়েক সপ্তাহ চলার পর সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা দুর্যোগ মোকাবিলায় হঠাৎই মুন্সীগঞ্জ জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কারো কোনো অনুরোধ না শুনে ঢাকার গাড়ি আবার ঢাকামুখী ফেরত পাঠাচ্ছে তারা। এসময় মুন্সীগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন কুচিয়ামোড়া চেকপোস্টে কুয়েত প্রবাসী ২ জন ও মালদ্বীপ প্রবাসী ২ জন বিপাকে পরেছেন।

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও ক্রাইম মাহফুজ আফজাল জানান, সরকার ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ঈদের ছুটি এবং সরকারের ছুটি সংক্রান্ত নির্দেশনা মেনে কঠোর হয়েছে। জেলায় প্রবেশাধিকার সংরক্ষিত করতে আগামী ৩০ মে পর্যন্ত চেকপোস্টে পাহারা অব্যাহত থাকবে।

এ সময় বিদেশ ফেরতদের বিড়ম্বনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

চেকপোস্ট টপ নিউজ যাত্রীবাহী যানবাহন

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর