Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাকা দেওয়ার আগে মোবাইল নম্বর ও নামের তালিকা প্রকাশ করুন’


১৭ মে ২০২০ ২২:২৩

ঢাকা: প্রধানমন্ত্রী ঘোষিত ৫০ লাখ দরিদ্র পরিবারকে টাকা দেওয়ার আগে তাদের মোবাইল নম্বর ও নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘সরকার করোনা পরিস্থিতির কারণে দুর্দশাগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ত্রাণ বিতরণে জনপ্রতিনিধিদের চুরি-চামারির কারণে তাদের প্রতি আস্থা হারিয়ে দরিদ্র পরিবারগুলোর জন্য বরাদ্দ করা নগদ অর্থ তাদের নিজস্ব মোবাইল নম্বরে সরাসরি প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে। বিষয়টি খুবই প্রশংসনীয় ও সময়োপযোগী।’

‘কিন্তু এমন একটি মানবিক উদ্যোগ নিয়েও নানা রকম কাহিনী শোনা যাচ্ছে। সরকারদলীয় দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা গরিব পরিবারগুলোর জন্য বরাদ্দ করা অনুদানের অর্থ নিজেরা এবং নিজেদের আত্মীয়-স্বজনরা ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্য বিভিন্ন কায়দা-কৌশল অবলম্বন করছে’— বিবৃতিতে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

তারা বলেন, ‘নগদ অর্থ প্রাপ্তির সুযোগ থেকে অনেক দরিদ্র পরিবার যেমন বাদ পড়ছে, তেমনি দলীয় পরিচয়ে অনেক পরিবারের একাধিক ব্যক্তি, ধনী, চাকরিজীবী এবং স্বচ্ছলরাও তালিকায় ঢুকে যাচ্ছেন। আবার কোথাও দেখা গেছে একই মোবাইল নম্বরে দুই শতাধিক মানুষের নাম!’

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা চাই দুর্দশাগ্রস্তদের জন্য বরাদ্দ করা অর্থ প্রকৃত গরিব পরিবারগুলোই পাক। এজন্য আমাদের দাবি হলো, অর্থ প্রদানের আগে প্রত্যেক সুবিধাভোগী ব্যক্তির নাম এবং মোবাইল নম্বরের তালিকা প্রকাশ করা হোক। যাতে প্রকৃত দুর্দশাগ্রস্ত পরিবারগুলো বঞ্চিত না হয়।’

৫০ লাখ টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর