Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহজে বহনযোগ্য ভেন্টিলেটর উদ্ভাবন বাংলাদেশ ইউনিভার্সিটির


১৮ মে ২০২০ ১৬:৪৬

ঢাকা: করোনা রোগীদের চিকিৎসায় সহজে বহনযোগ্য ভেন্টিলেটর মেশিনের প্রটোটাইপ তৈরি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগ ও ইউনিভার্সিটি ইনোভেশন ল্যাবের উদ্যোগে এই মেশিনটি উদ্ভাবন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সোহেল আহসান নিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বল্প মূল্যে প্রস্তুত এই ভেন্টিলেটর মেশিনটি করোনা রোগীসহ গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থ রোগীর চিকিৎসায় অসামান্য ভূমিকা রাখতে পারবে।

ভেন্টিলেটর মেশিনটি নির্মাণে নির্বাহী তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের প্রধান, প্রকৌশলী কাজী তাইফ সাদাত। তিনি জানান, এ ভেন্টিলেটর মেশিনটিতে মেকানিক্যাল পাম্পের বদলে ইলেক্ট্রনিক পাম্প ব্যবহার করা হয়েছে। যার ফলে মেশিনটির রক্ষণাবেক্ষণ অনেক সহজ ও যান্ত্রিক ঘর্ষণজনিত ক্ষয় কম। মেশিনটির মাধ্যমে বায়ু প্রবাহের জন্য দুটি ডায়াফ্রাম পাম্প ব্যবহার করা হয়েছে যা থাইরিস্টর দ্বারা নিয়ন্ত্রিত।

সম্পূর্ণ কার্যপ্রণালীটি মাইক্রো কন্ট্রোলারের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। এ মেশিনটিতে রোগীর প্রয়োজন অনুযায়ী পাম্পের গতি, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের সময় নিয়ন্ত্রন করা যায়। যার ফলে মেশিনটি শিশু ও বয়স্ক উভয় রোগীর ক্ষেত্রে ব্যবহার উপযোগী।

ভবিষ্যতে মেশিনটির সাথে হার্টরেট পর্যবেক্ষণ যন্ত্র সংযোজন করা হবে যাতে রোগীর শ্বাস-প্রশ্বাসের প্রকৃতি নির্ণয় করা যায়। এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করে দেশীয় প্রযুক্তির এই স্বল্প মূল্যের যন্ত্রটি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীর চিকিৎসা কাজে বাবহার করা সম্ভব।

বিজ্ঞাপন

করোনাভাইরাস বাংলাদেশ ইউনিভার্সিটি ভেন্টিলেটর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর