নোয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় নেওয়া হয়েছে সব প্রস্তুতি
১৮ মে ২০২০ ১৯:৫৬
নোয়াখালী: জেলায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও কবিরহাটের ৩২৩টি আশ্রয়কেন্দ্র, ৬ হাজার ৭০০ স্বেচ্ছাসেবক, তিন শতাধিক রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।
জরুরি অবস্থা মোকাবিলায় উপকূলীয় এলাকার স্কুল কাম সাইক্লোন শেল্টারগুলোর চাবি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো দেখাশোনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকার করোনা আক্রান্ত রোগী এবং লকডাউনকৃত বাড়ির লোকজনকে নিকটবর্তী আইসোলেশন কেন্দ্রে পাঠানো এবং আশ্রায়ন কেন্দ্রে তাদের জন্য বিশেষ কক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে ৪নং সতর্ক সংকেত দেখানো হচ্ছে। আবহাওয়ার অবস্থা অবনতি হলে এলাকার লোকজন ও গবাদিপশুকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। তবে এখন পর্যন্ত নোয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানের কোনো লক্ষণা দেখা যায়নি।
আম্পান আম্পান মোকাবিলা কোম্পানিগঞ্জ ঘূর্ণিঝড় নোয়াখালী সুবর্ণচর হাতিয়া