Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি দীপু, সম্পাদক আরিয়ান


১৯ মে ২০২০ ০১:৩২

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শ্রেণির মানুষের সহজে এবং কম খরচে ভ্রমণে উৎসাহিত করতে এবং পর্যটনকে গতিশীল করতে বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। ১১২টি অনলাইন ট্রাভেল গ্রুপের অ্যাডমিনের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দীপু সিকদার, সাধারণ সম্পাদক হয়েছেন আরিয়ান খান।

এছাড়া অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাহিদুল আলম নীল, সহসাধারণ সম্পাদক পদে এমডি দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আতিফ আসলাম, কোষাধ্যক্ষ পদে বিজয় কুমার, ক্রীড়া ও আইন সম্পাদক পদে তৌফিক তমাল, দফতর সম্পাদক রাজীব সোহেল ও প্রচার সম্পাদক মিজানুর রহমান।

পরে সংগঠনটির নির্বাচিত সভাপতি দীপু সিকদার বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিটা) গঠিত হয় গত বছরের ৭ আগস্ট। ভবিষ্যতে পর্যটন শিল্প যেন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, সে জন্য বিটা কাজ করে যাবে। আমাদের প্রথম কাজ হবে বিদেশে বংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করা, যেন বিদেশিরা আমাদের দেশে ঘুরতে আসতে উৎসাহিত হয়। এই খাতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতেও আমরা কাজ করে যাব।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন সভাপতি দীপু সিকদার সাধারণ সম্পাদক আরিয়ান খান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর