Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকের সদস্যপদ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২১:৫৫

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং নির্বাহী সদস্য শাহনাজ সিদ্দীকি সোমার সদস্য পদ বাতিল করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ।

এক নোটিশে বলা হয়েছে, ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শনিবার (গত ১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।

সভায় ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

সারাবাংলা/আরএফ/পিটিএম

জাতীয় প্রেস ক্লাব টপ নিউজ বাতিল সদস্যপদ সভাপতি সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর