Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির গণমাধ্যম শাখায় নতুন ডিসি হলেন ওয়ালিদ


১৯ মে ২০২০ ০১:৪৫ | আপডেট: ১৯ মে ২০২০ ০১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে মো. ওয়ালিদ হোসেনকে। এর ফলে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত এই কর্মকর্তা এখন গণমাধ্যম শাখার উপকমিশনার হিসেবে কাজ করবেন।

সোমবার (১৮ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে ওয়ালিদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে ডিএমপিতে যোগ দেওয়া উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।

গত কয়েক বছর ধরে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার পদে দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদুর রহমান। তার স্থলাভিষিক্ত হলেন ওয়ালিদ হোসেন। তবে মাসুদুর রহমানকে এখনো নতুন কোনো পদে পদায়ন করা হয়নি। জানা গেছে, তিনি পদন্নোতি পেতে পারেন।

বিজ্ঞাপন

উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যম শাখা ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর