Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারে মাইক্রোবাস উল্টে ২ শিক্ষকের মৃত্যু, আহত ৯


১৯ মে ২০২০ ২২:২৮ | আপডেট: ১৯ মে ২০২০ ২৩:১৪

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরের গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস উল্টে খাদে পড়লে দুই শিক্ষক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। দুর্ঘটনায় আহতরাও সবাই শিক্ষক। তাদের সবার বাড়ি রাজশাহী জেলায়। চাকরির সুবাদে মৌলভীবাজার বসবাস তাদের।

মঙ্গলবার (১৯ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, মঙ্গলবার মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে একটি ভাড়া করা মাইক্রোবাস নিয়ে রাজশাহী যাচ্ছিলেন ওই ১১ জন। পথে ভোর ৫টার দিকে রাজনগরের গোবিন্দবাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। তারা হলেন বড়লেখা সুড়িকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজামান ও বড়লেখা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা মিসু। তিনিও একটি স্কুলের শিক্ষক।

পুলিশ আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। ওসি জানান, হতাহতদের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায়। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।

দুই শিক্ষকের মৃত্যু মাইক্রোবাস খাদে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর 'কী মায়ায় জড়ালে'
৩০ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর