Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১৬টি আশ্রয়কেন্দ্র, ৭৫৫টি স্কুল-কলেজ প্রস্তুত বরিশালে


১৯ মে ২০২০ ২৩:৪৫

বরিশাল: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকেলের পর থেকে বাতাসও বইতে শুরু করেছে। তবে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এরই মধ্যে ৩১৬টি আশ্রয়কেন্দ্র ও ৭৫৫টি স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার তথ্য বলছে, আম্পান ঘূর্ণিঝড় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বুধবার (২০ মে) বিকেল থেকে রাতের মধ্যে কোনো এক সময় এটি উপকূলে আঘাত হানতে পারে। এ উপলক্ষে বরিশাল নদীবন্দরের জন্য রয়েছে সতর্ক সংকেত।

দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি বলেন, জেলার ৩১৬টি আশ্রয় কেন্দ্র ও ৭৫৫টি স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে সুপেয় পানি, খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। করোনার সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে— এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা এস এম আজগর আলী জানান, পন্টুনে থাকা কর্মীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখা হয়েছে।

আম্পান আম্পান মোকাবিলা বরিশাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর