Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু, হেঁটে হেঁটে ঘাটে আসছে যাত্রীরা


২২ মে ২০২০ ১৫:৪০ | আপডেট: ২২ মে ২০২০ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: দক্ষিণবঙ্গের ২৩ জেলার প্রবেশদ্বার খ্যাত মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে ঘাট এলাকায় ছোট ছোট পরিবহনকে ফেরি পারপার হতে দেখা গেছে।

তবে এখন ঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন নেই। ঢাকা থেকে আসা যাত্রীরা অনেক দূর থেকে পায়ে হেঁটে ঘাটে পৌঁছাচ্ছেন। লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারি দিচ্ছেন পদ্মা নদী।

এর আগে, গত সোমবার বিকেল থেকে করোনার দুর্যোগ ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটি এ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ঘাট এলাকায় দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির জানান, যাত্রীদের সামাজিক দূরত্ব এবং শৃঙ্খলা বজায় রেখে যাত্রী পারাপার করা হচ্ছে। বর্তমানে ঘাট এলাকায় গাড়ি কিংবা যাত্রীদের কোনো চাপ নেই।

নৌ রুটে ফেরি চলাচল শিমুলিয়া-কাঁঠালবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর