Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় মসজিদের জন্য ৩ কোটি টাকা বিতরণ


২৩ মে ২০২০ ১৯:৪৭

নওগাঁ প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব মসজিদগুলোর আর্থিক অস্বচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রীর দফতর থেকে আর্থিক অনুদানের অংশ হিসাবে নওগাঁ জেলার ৫ হাজার ৯২২টি মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির নেতাদের হাতে এই অর্থ তুলে দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, সহকারী পরিচালক এ কে এম জাকিউজ্জামান, ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনসহ অনেকে।

প্রধান অতিথি এসময় সদর উপজেলার ৬৪৪টি মসজিদের নেতাদের হাতে নগদ টাকা বিতরণ করেন একইসঙ্গে নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এলাকায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ১ হাজার ২২৯টি মসজিদের কর্মকর্তাদের মাঝে এসব অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া একইভাবে জেলার বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, রানীনগর ও আত্রাই উপজেলা এলাকার মসজিদ গুলোয় অর্থ বিতরণ করা হয়েছে।

টাকা নওগাঁও মসজিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর