রূপগঞ্জে ৫০০০ পরিবারের মাঝে ইউএস-বাংলা গ্রুপের ঈদ উপহারসামগ্রী
২৩ মে ২০২০ ১৯:১৮
ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
তিনি জানান, এ অঞ্চলের অস্বচ্ছল ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় এই উপহারসামগ্রী দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী।
এসব উপহারসামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা গ্রুপের পক্ষে ইউএস-বাংলা এসেটস এর জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর। এছাড়া কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা এসময় উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।