তামাক থেকে তরুণদের রুখতে অনলাইনে ক্যাম্পেইন
২৩ মে ২০২০ ২০:৪২
ঢাকা: তামাক কোম্পানির কূট কৌশল থেকে তরুণদের রক্ষা করে তামাক ও নিকোটিন ব্যবহার থেকে তাদের বিরত রাখার দাবিতে দুই দিনের অনলাইন পোস্টার ক্যাম্পেইন শুরু করেছে কয়েকটি তামাকবিরোধী সংগঠন।
শনিবার (২৩ মে) বেলা ১১টা থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। সারাদেশের তামাক নিয়ন্ত্রণে কার্যরত ও জোটভুক্ত সংগঠন ও সাধারণ মানুষ এ ক্যাম্পেইনে অংশ নিয়েছে। আগামীকাল রোববার (২৪ মে) এই ক্যাম্পেইন শেষ হবে।
দিবসটি উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ তামাকবিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি, এইড ফাউন্ডেশন, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন ও ডাব্লিউবিবি ট্রাস্ট সম্মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।