Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সিসিটিসি পরিদর্শকের মৃত্যু


২৪ মে ২০২০ ১৫:১৬

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) পরিদর্শক রাজু আহম্মেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে রাজুর মৃত্যু হয়। তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের মরদেহ পুলিশের উদ্যোগে চাঁদপুরে গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারের অধিক পুলিশ সদস্য।

করোনাভাইরাস টপ নিউজ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর