সিলেটে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত
২৫ মে ২০২০ ১১:০৫
সিলেট: সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিভাগের বিধিনিষেধ মেনেই সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টায় মাজারের মসজিদে এ জামাত অনুষ্টিত হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা আসজাদ আহমদ। মসজিদ ছাড়িয়ে গোটা মাজার এলাকায় ঈদ জামাতের বিস্তৃতি ছড়িয়ে পড়ে। পরে সেটি রাস্তা পর্যন্ত পৌছে যায়। তবে সামাজিক দূরত্ব মেনেই এই জামাত অনুষ্ঠিত হয়।
একই সময় কুদরত উল্লাহ জামে মসজিদেও জামাত হয়। সকাল সাড়ে ৭টায় জামাত হয় নগরীর কাজিরবাজার মাদরাসায়।
এছাড়া নগরীর বিভিন্ন মসজিদে সকালে জামাত আদায় করা হয়। ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।