ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা তদন্ত করবে স্বাস্থ্য অধিদফতর
২৮ মে ২০২০ ০৪:১৬
ঢাকা: রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে আইসোলেশন ইউনিটে পাঁচ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২৭ মে) দিবাগত মধ্যরাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও পড়ুন- ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা গেলেন ৫ করোনা রোগী
তিনি বলেন, হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদাভবে আইসোলেশন ইউনিট খোলার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদফতর।
এর আগে, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ওই আইসোলেশন ইউনিট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এই পাঁচ জনের মধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। বাকি দু’জনের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছিল।
ইউনাইটেড হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে আগুন তদন্ত স্বাস্থ্য অধিদফতর