Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলফিন রক্ষায় কী পদক্ষেপ, প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট


২৯ মে ২০২০ ০৯:৫৮ | আপডেট: ২৯ মে ২০২০ ১০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হালদা নদীর ডলফিন, জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে গত ২৪ মে জালে আটকা পড়ে নতুন করে মারা যাওয়া ডলফিন সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। নতুন করে ডলফিন মারার বিষয়টি আদালতের নজরে আনা হলে বৃহস্পতিবার (২৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৯ মে চট্রগ্রামের হালদা নদীর ডলফিন, জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করে দেন হাইকোর্ট। ‘হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র এবং সকল প্রকার মা মাছ রক্ষা কমিটি’ নামে এই কমিটিতে হালদা তীরের এলাকার সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হালদা নদীতে আবারও ডলফিনের মৃত্যু

গত ১০ মে হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন।

এরপর গত ১১ মে চট্রগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দেন একই বেঞ্চ। একইসঙ্গে হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। এরপরও গত ২৪ মে হালদায় নতুন করে একটি ডলফিন মারা যায়। এ বিষয়টি ফের আদালতের নজরে আনা হলে হাইকোর্ট বেঞ্চ উপরোক্ত আদেশ দেন।

জীববৈচিত্র্য ডলফিন হাইকোর্ট হালদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর