Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


২৯ মে ২০২০ ১০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: জেলার রাণীনগরে রনজু মণ্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রনজু উপজেলার রাতোয়াল গ্রামের সুকবর আলী মণ্ডলের ছেলে।

এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার (২৮মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রনজু মন্ডলের স্ত্রী ও মেয়েরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাতেই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার (২৯মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘ব্যবসায়িক লেনদেনের কোনো বিষয় নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

কুপিয়ে হত্যা টপ নিউজ নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর