৪৭০৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ১৫ জনের
৩১ মে ২০২০ ১৬:১৫
ঢাকা: জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে শনিবার (৩০ মে) পর্যন্ত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪ হাজার ৭০৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
তবে সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় শনিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৬০৬ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। এছাড়া চলমান করোনা যুদ্ধে পুলিশের ১৫ জন সদস্য মারা গেছেন।
রোববার (৩১ মে) সকালে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে বড় অংশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য। এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১ হাজার ৫৮২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।’ এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারের পাশে রয়েছে বলেও জানান তিনি।