‘চিকিৎসা না দিয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষ্যাপানো হচ্ছে’
৩১ মে ২০২০ ১৭:৩৮
চট্টগ্রাম ব্যুরো: করোনা পরিস্থিতিতে চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
রোববার (৩১ মে) সকালে নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের সামনে এক মানববন্ধনে সুজন এ অভিযোগ এনেছেন। মা ও শিশু হাসপাতালকে করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল ঘোষণার দাবিতে নাগরিক উদ্যোগ নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
নাগরিক উদ্যোগের প্রধান উপেদেষ্টা খোরশেদ আলম সুজন বলেন, ‘চট্টগ্রামে করোনার চিকিৎসায় নানা অসঙ্গতি, অব্যবস্থাপনা লেগে আছে। চিকিৎসা না পেয়ে মানুষের মধ্যে হাহাকার চলছে। আর হাসপাতালগুলোতে শুধু নেই আর নেই। কোনো সিদ্ধান্তই সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো শুধু প্রস্তুতির গল্প শুনিয়ে সময়ক্ষেপণ করছে, কিন্তু হাসপাতালের দুয়ার খুলছে না, মানুষকে চিকিৎসা দিচ্ছে না। প্রতিদিন বিনা চিকিৎসায় মরছে মানুষ।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল ৪০০ মানুষের সেবার জন্য প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত আইসিইউ সুবিধা আছে। এখন শুধু প্রয়োজন হাসপাতালটিকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া। কিন্তু সেই ঘোষণা আসছে না। অযথা সমক্ষেপণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই চায়, অথচ তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না।’
সুজন আরও বলেন, ‘হাসপাতাল খুলে দেওয়ার নামে যারা বারবার মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের চক্রান্তে মা ও শিশু হাসপাতালকে করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে না। এই চক্র পরিকল্পিতভাবে মানুষকে চিকিৎসা বঞ্চিত করে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ করে তুলছে।’
অবিলম্বে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালকে করোনার বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া না হলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সুজন।
নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোহাম্মদ হোসেন, সংগঠক আব্দুর রহমান মিয়া, মোরশেদ আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ফোরামের সদস্য সচিব লায়ন মাহমুদুর রহমান শাওন, আজীবন সদস্য জাহিদ তানছির, এম এ জলিল মানববন্ধনে বক্তব্য রাখেন।