Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট


১ জুন ২০২০ ১১:২৩

ঢাকা: গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১ জুন) রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

আইনজীবী পল্লব জানান, বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিটটির শুনানি হবে। রিটে করোনার এই ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি বলেন, ‘গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা যাতায়াত করে, যাদের প্রাইভেট গাড়ি নেই। দেশের এই পরিস্থিতিতে কোন যুক্তিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে? যেখানে সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশ কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে আইনজীবী পল্লব বলেন, ‘এ অবস্থায় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি অসহায় দুর্দশাগ্রস্ত মানুষদের আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে। এ কারণে প্রজ্ঞাপনটি স্থগিত চাওয়া হয়েছে।’

এদিকে, প্রজ্ঞাপনটি স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

উল্লেখ্য, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। বিআরটিএ প্রস্তাব দিয়েছিল ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর। সেই প্রস্তাবে কাঁটছাট করে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে রোববার (৩১ মে) প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

৬০ শতাংশ ভাড়া গণপরিবহন ভাড়া বৃদ্ধি হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর