Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খুলছে প্রশাসনিক অফিস


২ জুন ২০২০ ০১:০০ | আপডেট: ২ জুন ২০২০ ০১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে করোনাভাইরাসের সংক্রমণের এই ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শুধুই প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণজনিত কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে বলে সোমবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সীমিত আকারে সরকারি দফতরগুলো খোলা রয়েছে। এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কেবল প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

বিজ্ঞাপন

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাবস্থায় মাস্ক পরবেন এবং স্বাস্থ্যসেবা বিভাগ বা স্বাস্থ্য অধিদফতরের জারি করা সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ হতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষাও। এসএসসি পরীক্ষার ফলও এবার গত কয়েক বছরের মতো ৬০ দিনের মধ্যে দেওয়া সম্ভব হয়নি।

অফিস খোলার অনুমতি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর