Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সুতা কারখানায় আগুন, ধসে পড়েছে টিনশেড ভবন


৫ মার্চ ২০১৮ ১০:০৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর : গাজীপুর কোনাবাড়ির বিসিক এলাকায় কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামে এক ‍সুতা কারখানায় আগুন লেগেছে। রোববার রাত ২টার দিকে এই আগুন লাগে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। পানির উৎস কম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, ডিবিএল ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

আগুনের কারণে কারখানার দোতলা টিনশেড ভবনটি ধসে পড়েছে। আগুনে বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ পুড়ে গেছে।

ওই কারখানায় রাতের শিফটে ৩০০ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর তারা নিরাপদে বের হতে পেরেছেন।

রাতের পালায় ওই সেকশনের ৩ শ’ শ্রমিক কাজ করতেন। আগুন লাগার পর তাদের সবাই বের হয়ে যেতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত দুইটার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স কারখানার কমপ্যাক্ট স্পিনিং সেকশনের ২য় তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

কারখানার শ্রমিকরা জানায়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের সঙ্গে তারাও আগুন নেভানোর কাজে যোগ দেন। তবে পানি সমস্যার কারণে আগুন নেভাতে বেশি সময় লাগছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর