Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবি’র সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


৪ জুন ২০২০ ১৬:৩৭

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রীর জাহান আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এককোটি ২৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার ( ৪জুন) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুদকের প্রধান কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন বাদী হয়ে গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন (মামলা নং-১)। মামলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরাকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজেদের দখলে রেখেছেন।

টিসিবি দুর্নীতি দমন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর