Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানি-রফতানি চালু করতে হিলি সীমান্তে ২ দেশের ব্যবসায়ীদের বৈঠক


৫ জুন ২০২০ ১৯:৫৮

হিলি: স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু করতে দুই-দেশের ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই-দেশের ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে হিলি সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনার কারণে দীর্ঘ দুই মাস ধরে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে। করোনার সময়ে স্বাস্থ্যবিধিসহ অন্য নির্দেশনা মেনে কাল থেকে আমদানি-রফতানি শুরু করতে আজকের এই বৈঠক। প্রতিদিন আমদানি-রফতানির জন্য ৪০টি পণ্যবাহী ট্রাক দিতে ভারতীয় ব্যবসায়ীরা সম্মতি দিয়েছে।

বিজ্ঞাপন

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম চালু করতে পানামার পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় চালকরা যাতে পোর্টের বাইরে যেতে না পারে, যেটাকে আমরা কোয়ারেনটাইন বলি সেটা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছি।

এসময় ভারতের কাস্টমস এক্সপোর্টার সভাপতি আলাউদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সঞ্জীব মজুমদার এবং বাংলাদেশের সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ, আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিজিবির সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আমদানি-রফতানি বৈঠক স্বাস্থ্যবিধি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর