করোনা আক্রান্ত সন্দেহে মাকে ঢামেক গেটে ফেলে গেল সন্তান
৬ জুন ২০২০ ১৯:০১
ঢাকা: করোনা আক্রান্ত সন্দেহে মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে তিনদিন আগে ফেলে গেছে এক সন্তান। পরে তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাকে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করিয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল তিনটার দিকে ওই নারীকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন।
তিনি জানান, ওই নারীকে ভর্তি করা হয়েছে। তার শ্বাসকষ্ট হচ্ছে। এখন তার এক্সরেসহ কিছু টেস্ট করা হচ্ছে। পাশাপাশি করোনা টেস্টও করা হবে।
নতুন ভবনের সামনে এক এক মাকে ফেলে দিয়ে গেছে সন্তান। এমন একটি খবর আসে ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের। খবর পাওয়া মাত্র বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান ও নায়েক মিজানুর রহমান গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।
আব্দুল খান বলেন, ‘ওই নারীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে ওয়ার্ড বয়দের সহযোগিতায় করোনা ইউনিট নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, ‘ওই নারীর নাম মনোয়ারা বেগম ওরফে মনিরা (৫০)। তার স্বামীর নাম শাহজাহান মিয়া। বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। পরিবারের সঙ্গে মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তির সালামের বাড়িতে তারা ভাড়া থাকে।’
ওই নারীর বরাত দিয়ে আব্দুল খান বলেন, ‘কয়েকদিন হলো ওই নারীর শ্বাসকষ্ট হচ্ছিল। এজন্য তাদের বাড়িওয়ালা সালাম নারীর সন্তানদের বাড়ি থেকে অন্যত্র নিয়ে যেতে বলে। এরপর ছেলে মোজাম্মেল সরকার ও বাড়িওয়ালা সালাম তাকে দুদিন আগে ঢাকা মেডিকেলের নতুন ভবনের সামনে ফেলে রেখে যায়। এরপর আর কোনো খোঁজ নেননি। তবে সে তিনদিন ধরে এখানে ঝড়-বৃষ্টিতে ভিজে পড়ে আছে বলে জানিয়েছে আশপাশের অ্যাম্বুলেন্স চালকরা।’
আব্দুল খান কথা বলতে যেয়ে আবেগ্লাপুত হয়ে পড়েন। “মানবতা কোথায় গিয়ে ঠেকেছে? এমন ছেলেও পৃথিবীতে আছে। সন্তানদের জন্য ‘মা’ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আর মাকে চিকিৎসা না দিয়ে ফেলে রেখে চলে যায়।”
হাসপাতালের কয়েকজন রোগীর স্বজন বলেন, এ কেমন সন্তান? যে মা ছেলেমেয়েদের জন্ম দিল, তারাই মাকে ফেলে চলে গেল। এই সব সন্তানদের জন্যই আজ করোনা ভাইরাসের আবির্ভাব হয়েছে।
আক্রান্ত করোনা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মা সন্তান সন্দেহ