Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারকে সন্দেহের চোখে দেখছে জনগণ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৯:৪৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২২:১৪

ঢাকা: নির্বাচনের সময়সীমা নিয়ে গড়িমসি করায় অন্তর্বর্তী সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকার ডেমরায় ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা সংস্কার করুন। কিন্তু নির্বাচনের তারিখ বলতে আপনাদের এত সংশয় হচ্ছে কেন? যা কিছু হবে জনগণের কাছে সেটা স্পষ্ট করে বলতে হবে। মানুষ তো এসব বিষয়ে সন্দেহ করে। আপনারা সংস্কারের জন্য কমিশন করলেন, সব করলেন। কত দিনের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে— সেটা পরিষ্কার করে জানাতে হবে। আপনারা ডেটলাইন বা সময়সীমা বলতে গড়িমসি করছেন। এইটা তো মানুষ সন্দেহের চোখে দেখছে।’

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মনিত মানুষ। বাংলাদেশের জন্য তিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। কিন্তু তাকে সর্বাগ্রে দেখতে হবে মানুষ কোনটাতে স্বস্তি লাভ করে। নিম্ন আয়ের মানুষ যাতে ঠিকমতো খাইতে পারে, সেটার জন্য সবার আগে বাজার নিয়ন্ত্রণ করুন। অনেক জিনিসের শুল্ক কমিয়েছেন, কিন্তু বাজারে তার কোনো ইফেক্ট নেই। চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ— এগুলোর কিন্তু দাম কমেনি। এগুলোর জন্য দায়ী সিন্ডিকেট। এই আওয়ামী সিন্ডিকেটবাজদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বাজার নিয়ন্ত্রণ করুন। তা না হলে যারা জীবন দিয়েছে তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার ক্ষমতা নিরাপদ রাখতে এমন কোনো পদ্ধতি নেই, যা তিনি অবলম্বন করেননি। সন্ত্রাসী, চোর, বদমাইশ, ডাকাত— এদের তিনি বিচারের আওতায় আনেননি। শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের ধরে নিয়ে তিনি কারাগারে রেখেছেন। যেসব ছেলে-মেয়ে কোনো রাজনীতিই করেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বাধীন মতামত প্রকাশ করেছেন, তাদের ঠিকানা হয়েছে কারাগারে। তিনি রাজত্ব করতে চেয়েছেন তার গদিকে রক্ষার জন্য। তিনি যখন দেখেছেন এভাবেও তার গদি নিশ্চিত হচ্ছে না তখন তিনি ধরে ধরে হত্যা করেছেন, গুম করেছেন, ক্রসফায়ার দিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা যদি মনে করে আবার সেই যুগ আসবে, আবার জনগণের টাকা হরি লুট করা হবে, আবার বিদ্যুৎকেন্দ্রে হাজার হাজার কোটি টাকা দিয়ে ভর্তুকি দেওয়া হবে, আর ওই ভর্তুকির টাকা চলে যাবে শেখ হাসিনা ও শেখ পরিবারের পকেটে। সেই টাকা দিয়ে তারা বিদেশে আরাম আয়েশে বসবাস করবে। এই নমরুদের রাজত্ব আর বাংলাদেশে হবে না। আওয়ামী ফেরাউনদের আর বাংলাদেশে স্থান হবে না। তাদের ওই হরি লুটের রাজত্ব আবার কায়েম করার স্বপ্ন আর পূরণ হবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন,সদস্য সচিব মিথুন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ রিজভী সন্দেহ সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর