সুন্দরবনের বাটুলিয়া নদীতে ট্রলার ডুবি, উদ্ধার ৪
৭ জুন ২০২০ ০০:৫৮
মোংলা: সুন্দরবনের বাটুলিয়া নদীতে শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় মালামালসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদীতে ডুবে যাওয়া ট্রলারসহ ৪ নাবিককে আহত অবস্থায় উদ্ধার করেছে। পরে আহতদের কোস্টগার্ড ক্যাম্পে এনে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার তাদের পরিবারে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক জানান, সুন্দরবনে দোবেকী বাজার থেকে গোলখালী যাওয়ার পথে বাটুলিয়া নদীতে অতিরিক্ত ওজনের কারণে মুদি মালামালসহ একটি ট্রলার ডুবে যায়। স্থানীয় লোক মারফত খবর পেয়ে কোস্টগার্ড বাহিনীর কয়রা স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ডুবে যাওয়া ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয়।
তিনি জানান, উদ্ধারকৃতরা হলেন- আবছার শেখ (৫০), মো. মাহবুবুর রহমান(২৫) আব্দুল কুদ্দুস (২৫), রবিউল মোড়ল (২৮)। তাদের কোস্টগার্ড ক্যাম্পে এনে চিকিৎসা শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে শনিবার হস্তান্তর কারা হয়েছে।