Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে অভিনব কায়দায় পাচারের সময় ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২


৭ জুন ২০২০ ০১:১৩

দিনাজপুর (হিলি): দিনাজপুরের বিরামপুরে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির পাটাতনের নিচে অভিনব কায়দায় লোকিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা পাচারের সময় দুই জনকে আটক করেছেন পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকা থেকে বিরামপুর থানা পুলিশ তাদের আটক করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল শিবপুর নামক স্থানে ওঁত পেতে থাকে। শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিটি এলে তা তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির পাটাতনের নিচে ২০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গাড়িটিসহ দুই জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, আটককৃতরা হলেন, উপজেলার কাটলা ইউনিয়নের মৃত মহির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৫), ও জোতবানি ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মিজান (২৬)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করে এদিন বিকেলে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ইয়াবা দিনাজপুর ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর