Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫ জন


৮ জুন ২০২০ ১৪:৪৪ | আপডেট: ৮ জুন ২০২০ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে  ৪২ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৯৩০  জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে দুই হাজার ৭৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৬৮ হাজার ৫০৪  জন।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হলেন।

সোমবার (৮ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর ঘটনা টানা দুই দিন ঘটলো। গতকাল রোববারও (৭ জুন) ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছিলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনা করোনা আপডেট করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর