বিজিএমইএ কার্যালয় ঘেরাও ডাইনামিক ফ্যাশনের শ্রমিকদের
৮ জুন ২০২০ ১৬:৫৭
ঢাকা: কারখানা বন্ধের প্রতিবাদে বিজিএমইএ কার্যালয় ঘেরাও করেছে শ্যামলীর ডাইনামিক ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (৮ জুন) দুপুর থেকে শ্রমিকরা উত্তরায় অবস্থিত বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। মালিকপক্ষের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শ্রমিক, পুলিশ ও বিজিএমইএ এ তথ্য নিশ্চিত করেছে।
কারখানাটির একাধিক শ্রমিক সারাবাংলাকে জানান, শ্যামলীর ডাইনামিক ফ্যাশন লিমিটেডের কারখানাটি স্থানান্তর করে গাজীপুরে নেওয়া হচ্ছে। শ্রমিকরা সেখানে যেতে রাজি ছিল না। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদের রাজি করানো হয়। মালিকপক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় শ্রমিকদের পরিবহনে বাস দেওয়া হবে। কিন্তু ১ জুন শ্রমিকরা সেখানে গিয়ে দেখেন কোনো বাস নেই।
শ্রমিকরা আরও জানান, ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ এপ্রিল মাসের বেতন ও বোনাস দিয়েছে। মে মাসের বেতন এখনো দেয়নি। কোনো কারণে কারখানা বন্ধ করতে হলে শ্রম আইন অনুযায়ী তা করতে হয়। কারখানাটির ক্ষেত্রে তা করা হয়নি। শ্রমিকরা জানিয়েছেন, কারখানার প্রায় ১ হাজার ২০০ শ্রমিকের মধ্যে ৭০০ শ্রমিক এই আন্দোলনে অংশ নিয়েছে।
জানতে চাইলে বিজিএমইএ-এর পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম সারাবাংলাকে বলেন, ‘কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে টালবাহানা করছে। মালিকপক্ষের দ্বন্দ্বের প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর। ১ হাজার ২০০ শ্রমিকের জন্য তারা আটটি বাস দিয়েছে। শ্রমিকরা বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে আন্দোলন করছে। কিন্ত এক্ষেত্রে বিজিএমইএ’র কিছু করার নেই।’
তুরাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আদাবর থেকে গার্মেন্টস শ্রমিকরা এসে বিজিএমইএ ভবন ঘেরাও করে আন্দোলন করছে। বিজিএমইএ কর্তৃপক্ষ সেখানে আছেন। এখন ক্যাসপিয়া গার্মেন্টসে শ্রমিকরা আন্দোলন করছে আমি সেখানে আসছি।’