ধানমন্ডিতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু
৮ জুন ২০২০ ১৯:২০
ঢাকা: রাজধানীর ধানমন্ডি কেবি স্কয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহিম (৪৪) নামে এক রিকশা আরেহীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে নর্দার্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার (৮ জুন) সকালে তিনি মারা যান।
ধানমন্ডি থানার উপপরিদশর্ক (এসআই) মো. নুর উদ্দিন বলেন, রহিম হাজারীবাগ এলাকায় থাকতেন। ধানমন্ডিতে চায়ের দোকান ছিল তার। রোববার রাতে কাজ শেষে রিকশায় করে হাজারীবাগে বাসার দিকে যাচ্ছিলেন। কেবি স্কয়ারের সামনে ইকোনো পরিবহনের একটি বাস ওই রিকশাকে ধাক্কা দেয়। রহিম ও রিকশাচালক মিলন (২৮) এসময় আহত হন। তাদের নর্দান হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয় চলে যান রিকশাচালক মিলন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আব্দুর রহিমকে আইসিইউতে ভর্তি করা হয়।
এসআই নুর উদ্দিন জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান আব্দুর রহিম। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকানো হলেও চালক পালিয়ে গেছেন।