Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭২ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু


৮ জুন ২০২০ ১৫:৫৮

হিলি (দিনাজপুর): করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাস ১২ দিন বন্ধ থাকার পর সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশে মধ্য দিয়ে ৭২ দিন পর এই বন্দরে ফিরে আসে কর্মচাঞ্চল্য।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আজ (সোমবার) সকাল থেকে দুই দেশের মধ্যে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রফতানি কার্যক্রম চালানো হবে।

আমদানি-রফতানি শুরু স্থলবন্দর হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর