Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রাণহানি হাজার ছাড়িয়েছে, শনাক্তে রেকর্ড


১০ জুন ২০২০ ১৪:৪১ | আপডেট: ১০ জুন ২০২০ ১৬:৫৫

ঢাকা:  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জনের শরীরে।ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৭৪ হাজার ৮৬৫  জন।

বিজ্ঞাপন

এছাড়া একই সময়ে ৫৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯।

বুধবার (৮ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২ জনে।

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর