Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে জেএমবি’র ৩ সদস্য আটক


১১ জুন ২০২০ ০৩:৩৪

ময়মনসিংহ: জেলার ভালুকা উপজেলার নলুয়া কুড়ি গ্রাম থেকে বিপুল পরিমাণ উগ্রবাদি বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেটসহ জামাতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত জেএমবি’র সদস্যরা হলো, উপজেলার ঢাকুরিয়ার মো: মঞ্জুরুল ইসলাম(৪৪), বাটাজোড় এলাকার রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের সখীপুরের ইছাদিঘীর অধিবাসী আশরাফ খান (৪০)।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ময়মনসিংহ র‌্যাবের কমান্ডিং অফিসার এফতেখার উদ্দিন সারাবাংলাকে জানান, মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে, ময়মনসিংহের ভালুকার নলুয়া কুড়ি গ্রাম এলাকায় একটি পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যরা একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় র‌্যাব অভিযান চালায়।  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তিন জনকে আটক করা হয়। আরো কয়েকজন পালিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেটসহ চারটি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে র‌্যাব জানায়, আটককৃতরা নিজেদেরকে জেএমবি’র সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন উগ্রবাদী ইসলামী বক্তার ওয়াজসহ ইউটিউব এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদি চিন্তা চেতনার ব্যক্তির ওয়াজ ও বয়ান শুনতো। এইসব উগ্রবাদি বয়ান-ওয়াজ শুনে উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়। এভাবেই তারা জেএমবি’র সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে ওঠে। তারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্বুদ্ধ হয়। তাদের যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়,  আটককৃতদের বিরুদ্ধে ভালুকা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

গ্রেফতার জেএমবি র‍্যাব

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর