বিজেপি নেতাদের রেহাই দিয়ে দিল্লি সহিংসতার চার্জশিট
১১ জুন ২০২০ ০৭:৩৫
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী দিল্লিতে সংঘটিত উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের রেহাই দিয়ে চার্জশিট প্রস্তুত করেছে রাজ্য পুলিশ। ওই প্রাণঘাতী সহিংসতার ব্যাপারে মুসলিম তরুণ নেতাদেরকে অভিযুক্ত করা হয়েছে। যারা মূলতঃ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বেছে বেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেখানো হয়েছে। খবর বিবিসি।
এর আগে, দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের শাহীনবাগ, জাফরাবাদ ও মৌজপুরে ফেব্রুয়ারি মাসের শেষদিকে এক উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের মুখে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় আলাদা আলাদা সহিংসতার ঘটনায় অন্তত ৫৩ জন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছিল।
এদিকে বিবিসি বাংলা’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ‘দাঙ্গা’ পরিস্থিতির পেছনে বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যও সমানভাবে দায়ী। বিশেষ করে, বিজেপি নেতা কপিল মিশ্রের নাম বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ওই সময় প্রকাশিত অনেক ভিডিও থেকে দেখা গেছে, কপিল মিশ্র পুলিশের উপস্থিতিতেই সিএএবিরোধীদের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এমনকি সর্বশেষ টুইটার পোস্টেও কপিল মিশ্র নিজের অবস্থানের পক্ষে সাফাই গেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।
This video
No TV media will show u this
This is The Truth of Delhi Riotswatch and share pic.twitter.com/HirCoFV3lt
— Kapil Mishra (@KapilMishra_IND) May 31, 2020
আরও পড়ুন – ভিম আর্মির ডাকে অবরোধ, দিল্লির রাস্তায় ১৫শ নারী
আরও পড়ুন – দিল্লিতে মৃত ২০, সেনা মোতায়েন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
এছাড়াও, অপর এক বিজেপি নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর, যিনি সরকারবিরোধী আন্দলনকারীদের গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।
এ ব্যাপারে দিল্লির সহিংসতায় স্বজন হারানো এবং ক্ষতিগ্রস্তদের হয়ে বেশ কয়েকটি মামলায় লড়া মানবাধিকার আইনজীবী কলিন গঞ্জালভেস বিবিসি’কে জানিয়েছেন, স্বয়ং পুলিশের বিরুদ্ধেই সেই সময় ৮০-৯০টি অভিযোগ উঠেছে। কিন্তু, কোনোটিই আমলে নেয়নি দিল্লি পুলিশ। এমনকি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) পর্যন্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন – ট্রাম্পের সফরের মধ্যেই দিল্লি রণক্ষেত্র, পুলিশ নিহত
আরও পড়ুন – নাগরিকত্ব আইন: দিল্লিতে দুই পক্ষে সংঘর্ষে মৃত ৭, আহত ১০০
তিনি আরও বলেন, ভিকটিমদের বক্তব্য না নিয়ে, নিজেদের মনগড়া গল্পের ভিত্তিতে চার্জশিট বানিয়েছে পুলিশ। বিজেপি নেতাদের ঘৃণাজীবী বক্তব্যই যে দিল্লিতে ‘দাঙ্গা’ বাধিয়েছিল, সে ব্যাপারটি আজ কারো অজানা নয়।
অন্যদিকে, দিল্লি পুলিশের ওই চার্জশিটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে আগেই আটক হওয়া আম আদমি পার্টি (এএপি) নেতা তাহির হুসাইনকে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, দিল্লি সহিংসতার ব্যাপারে চার্জশিট দিতে রাজ্যের পুলিশ বিভাগকে দেওয়া নির্ধারিত ৯০ দিন সময়ের আরো দুই-এক দিন এখনো বাকি আছে। কিন্তু, অবশিষ্ট সময়ের মধ্যে কোনো বিজেপি নেতার নাম চার্জশিটে ওঠার সম্ভাবনা নেই বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।
আরও পড়ুন –
দিল্লিতে সংঘাত অব্যাহত, প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪
আতঙ্কের দিল্লিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৮
দিল্লির শাহীনবাগে ১৪৪ ধারা জারি
কপিল মিশ্র চার্জশিট দিল্লি দিল্লি পুলিশ ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)