২৪ ঘণ্টায় রেকর্ড ৪৬ জনের মৃত্যু, শনাক্তও সর্বোচ্চ ৩৪৭১
১২ জুন ২০২০ ১৪:৪৪
ঢাকা: দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ২৪ ঘণ্টায় রেকর্ড প্রাণহানি ও শনাক্ত হয়েছে। এ সময়ে অর্থাৎ একদিনে সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৯৫ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭১ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮১ হাজার ৫২৩ জন।
এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫০২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ২৪৯ জন।
শুক্রবার (১২ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৫০২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ২৪৯ জন সুস্থ হলেন।