Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: রিমান্ডে আল আমিন


১২ জুন ২০২০ ২২:১০ | আপডেট: ১২ জুন ২০২০ ২২:৩১

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মামলায় মানবপাচারকারী আল আমিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১২ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন।

এদিন আসামি আল আমিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন সিআইডির উপপরিদর্শক রাশেদ ফজল। এরপর দেশের বিভিন্ন এলাকায় আরও ২২টি মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায়।

২৬ বাংলাদেশিকে হত্যা আল আমিন রিমান্ডে লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর