Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত: এলডিপি


১৩ জুন ২০২০ ০১:২৬

ঢাকা: প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির (একাংশের) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই মন্তব্য করেন।

তারা বলেন, ‘প্রস্তাবিত বাজেটে যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তাতে দুর্নীতির ধারা চলমান থাকবে। এটি সম্পূর্ণ বাস্তবতা-বিবর্জিত ও উচ্চাকাঙ্ক্ষী একটি গতানুগতিক বাজেট। জিডিপির প্রবৃদ্ধি দেখানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রমাণ করতে করতে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যার মধ্যে এক লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে।’

এলডিপি নেতারা বলেন, ‘করোনা দুর্যোগে আক্রান্ত খাতগুলো যতটা আলোচনায় এসেছে, বাজেটে সেগুলো ততটা মনোযোগ পায়নি। বাস্তবতাকে বিবেচনায় না নিয়ে প্রবৃদ্ধি বেশি দেখানোর প্রবণতা বাজেটে স্পষ্ট হয়ে উঠেছে। উচ্চ আয়ের ক্ষেত্রে গত বাজেটে ৩০ শতাংশ কর ধার্য করা ছিল। এবার সেটা কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। অথচ মাসে ২৫ হাজার টাকার ওপরে আয় করলে তাকে করের আওতায় আনা হয়েছে, যা সম্পূর্ণ অবাস্তব।’

তারা বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘সাধারণ ছুটি’র মাধ্যমে বিলম্বিত ও উদ্যমহীন পদক্ষেপের কারণে অর্থনীতি পুরোপুরি বাধাগ্রস্ত হয়েছে। ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ায় বেড়েছে বেকারত্ব। সরকারের ব্যর্থতা ও দুর্নীতিগ্রস্ত ত্রাণ বিতরণ অনাহারের মুখে থাকা মানুষের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে।’

‘এমন পরিস্থিতিতে দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। সেগুলোকে বঞ্চিত করে অন্য প্রকল্পে টাকা বরাদ্দের মানে হলো দুর্নীতির ধারা অব্যাহত রাখা,’— বলেন এলডিপির সভাপতি ও মহাসচিব।

আবদুল করিম আব্বাসী এলডিপি বাজেট প্রতিক্রিয়া শাহাদাত হোসেন সেলিম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর