Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক


১৩ জুন ২০২০ ২২:২৫ | আপডেট: ১৩ জুন ২০২০ ২২:৩৮

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১৩ জুন) গণমাধ্য পাঠানো জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে সরকারের মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলে থাকাকালীন রাজনীতি ও সমাজের  জন্যে অনেক কাজ করে গেছেন মোহাম্মদ নাসিম। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী মোহাম্মদ নাসিম মোহাম্মদ নাসিমের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর