ঢাকা: দিনাজপুরের ঘোড়াঘাটে নমুনা দেওয়ার একদিন পর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) ভোরে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ি গ্রামে নিজ বাড়িতে ওই শিক্ষকের মৃত্যু হয়।
ওই শিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান (৭২)। তিনি উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুর নেওয়াজ আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। এ ছাড়াও তার করোনাভাইরাসের উপসর্গ ছিল।
তিনি শনিবার (১৩ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন-কাফন করা হবে।