Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আষাঢ়ের বৃষ্টিতে বর্ষার আগমন ধ্বনি


১৭ জুন ২০২০ ১২:৪৪

ঢাকা: রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আষাঢ়ের এই বৃষ্টি জানান দিচ্ছে, বর্ষা এসে গেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সারাদিন আকাশ মেঘলা থাকবে। হতে পারে বজ্রসহ বৃষ্টি এবং দেশের বেশিরভাগ এলাকায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদফতরের পূর্ভাবাসে এমন তথ্য বলা হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ২ দিন বৃষ্টি বা বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এলাকাটিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ম ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ, বিকেলে তা কমে দাঁড়াবে ৭৭ শতাংশ।

বিজ্ঞাপন

আষাঢ়ে বর্ষা বৃষ্টি

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর