Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে নারীর লাশ উদ্ধার


১৮ জুন ২০২০ ০০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর সবুজবাগ কুসুমবাগ এলকার একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি থেকে অজ্ঞাত পরিচয় (৩০) বছরের এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতরাত ২টার দিকে খবর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদশর্ক (এসআই) রবীন্দ্রনাথ সরকার জানান, খবর পেয়ে গতরাতে সবুজবাগ কুসুমবাগ রোড ১/১ নম্বর রোডের ৪ তলা সেলিম সাহেবের বাড়ির নিচের আন্ডারগ্রাউন্ড থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিত্যক্ত ওই আন্ডারগ্রাউন্ডে হাঁটু পানি জমা ছিল। সেখানে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

এসআই আরও বলেন, নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো গেবাডিং প্যান্ট। আর শরীরের ওপরের অংশে কিছু ছিলনা। ধারণা করা হচ্ছে ৭/৮দিন আগে থেকেই মৃতদেহটি এখানে পড়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর