Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদলি


১৮ জুন ২০২০ ১৮:৫৫ | আপডেট: ১৯ জুন ২০২০ ০৪:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খানকে বদলি করা হয়েছে। তাকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত দুই সপ্তাহে এই স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ আরও ‍দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে অন্যান্য মন্ত্রণালয়ে।

বুধবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলিপূর্বক প্রেষণে নিয়োগের আদেশ জানানো হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- স্বাস্থ্য সচিব বদলি

এ বিষয়ে হাবিবুর রহমান খান সারাবাংলাকে বলেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি চেষ্টা করেছি দেশের জন্য কাজ করে যেতে। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে, ২৩ এপ্রিল অপপ্রচার রোধ করে দেশে কোভিড-১৯ সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রম বা পদক্ষেপগুলো নিয়মিত জানাতে একটি মিডিয়া সেল গঠন করা হয়। সেই মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান।

আরও পড়ুন- বদলি হচ্ছেন স্বাস্থ্য সচিব

গত ৪ জুন এই মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়। তার বদলে নতুন সচিব হিসেবে নিয়োগ পান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান।

পরে স্বাস্থ্যসেবা বিভাগেরই হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম ও ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেনকে বদলি করা হয়। এর মধ্যে সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয় ও ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।

অতিরিক্ত সচিব টপ নিউজ বদলি বারটান নির্বাহী পরিচালক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ হাবিবুর রহমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর