মে মাসের বেতন হয়নি বিজিএমইএ’র ১৬৯ পোশাক কারখানায়
১৯ জুন ২০২০ ০০:৩৫
ঢাকা: বিজিএমইএ’র সদস্য চালু ১ হাজার ৯২৬টি পোশাক কারখানার মধ্যে ১৬৯টি কারখানায় এখনো মে মাসের বেতন হয়নি। বাকি ১ হাজার ৭৫৭টি কারখানায় বেতন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ তথ্য জানিয়েছে। তাদের তথ্য বলছে, ১ হাজার ৯২৬টি কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে ৩৩৩টি। এর মধ্যে মার্চের বেতন হয়েছে ২৮৬টি প্রতিষ্ঠানে।
এর বাইরে গাজীপুরের ৭১৩টি কারখানার মধ্যে বেতন হয়েছে ৮৬৮টিতে, সাভার-আশুলিয়ায় ৪১২টির মধ্যে বেতন হয়েছে ৩৯২টিতে, নারায়ণগঞ্জে ১৯৮টি পোশাক কারখানার মধ্যে বেতন হয়েছে ১৮৯টিতে, চট্টগ্রামের ২৫২টি কারখানার মধ্যে ২০৯টিতে এবং প্রত্যন্ত এলাকার ১৮টি গার্মেন্টসের মধ্যে ১৩টি গার্মেন্টসের মালিকরা শ্রমিকের বেতন পরিশোধ করেছেন।
সব মিলিয়ে মে মাসের বেতন পরিশোধ করেছে চালু থাকা ৯১ শতাংশ বা ১ হাজার ৭৫৭টি পোশাক কারখানা। তবে ৯ শতাংশ বা ১৬৯টি কারখানার শ্রমিকদের বেতন ১৮ জুন পর্যন্ত পরিশোধ করেননি মালিকরা।