Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রাইভেটকারে তল্লাশিতে মিলল বিদেশি মদ, আটক ১


২০ জুন ২০২০ ২০:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে নগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। এসময় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা নুরুজ্জামান নাজির সড়কের মুরগির ফার্ম এলাকায় কারটিতে তল্লাশি চালানো হয়।

আটক মো. শাহআলম (২৮) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের মো. জমির হোসেনের ছেলে। তিনি চান্দগাঁও মুরগীর ফার্ম এলাকার আমির হোসেন নামের একজনের একটি ভবনের নিরাপত্তা প্রহরী বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চান্দগাঁও পাঠানিয়া গোদা মুরগির ফার্ম এলাকায় আমির হোসেনের ভবনের সামনে প্রাইভেট কারে তল্লাশি করি। সেখানে ৩৫ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। সেগুলো শাহআলমের হেফাজতে ছিল। আমরা তাকে আটক করেছি।’

আটক শাহআলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা আসিফ মহিউদ্দীন।

গাড়ি বিদেশি মদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর