Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপিতে ডিবি ও ট্রাফিক বিভাগের পুনর্বিন্যাস


২০ জুন ২০২০ ২২:১০

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ও গোয়েন্দা বিভাগকে আটটি ভাগে ভাগ করে সেখানে একজন করে উপকমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে।

শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনারের সই করা এক আদেশে ট্রাফিক ও গোয়েন্দা বিভাগকে পুনর্বিন্যাস করে কর্মকর্তা পদায়ন করা হয়।

এস আগে ট্রাফিক ও গোয়েন্দা বিভাগ পুর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ বিভাগ- এই চার ভাগে বিভক্ত ছিল। প্রত্যেক বিভাগে একজন করে মোট চারজন ডিসি ছিলেন। এখন সেখানে আটজন ডিসি হলেন। অর্থাৎ ট্রাফিকে আটজন এবং গোয়েন্দা বিভাগে আটজন ডিসি দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম শাখার উপ কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ডিএমপিতে ক্রাইম বিভাগ অনুযায়ী গোয়েন্দা এবং ট্রাফিক বিভাগকে আটটি বিভাগে রূপান্তরিত করা হয়েছে। এখন থেকে আট জন উপ-পুলিশ কমিশনার দায়িত্ব পালন করবেন।

বিভাগগুলো হলো, গুলশান, উত্তরা, মিরপুর, তেজগাঁও, রমনা, লালবাগ, ওয়ারী ও মতিঝিল। এর ফলে এখন থেকে একটি বিভাগে তিন জন (ক্রাইম, ট্রাফিক ও গোয়েন্দা) করে ডিসি দায়িত্ব পালন করবেন।

জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘ডিবির সাবেক দক্ষিণ ভেঙে লালবাগ ও রমনা। উত্তর ভেঙে গুলশান ও উত্তরা। পশ্চিম ভেঙে তেজগাঁও, মিরপুর এবং পূর্ব ভেঙে ওয়ারী ও মতিঝিল বিভাগ করা হয়েছে।

করোনা টপ নিউজ ট্রাফিক ডিএমপি পুলিশ

বিজ্ঞাপন
সর্বশেষ

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর