Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুতগতিতে বাড়ছে যমুনার পানি, সিরাজগঞ্জে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল


২১ জুন ২০২০ ১৭:৪১

সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে দ্রুতগতিতে বাড়ছে যমুনার পানি। ফলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে জমির ফসল।

রোববার (২১ জুন) সকালে যমুনা নদীর হার্ডপয়েন্টে ১২ দশমিক ৫৬ মিটার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার (১৩ দশমিক ৩৫ মিটার) ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যমুনার হার্ডপয়েন্টে পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। আর ৪৮ ঘণ্টায় বেড়েছে ৩৬ সেন্টিমিটার। পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আর এরকম অব্যাহত থাকলে যমুনার পানি দুয়েকদিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।’

এদিকে যমুনার পাশাপাশি করতোয়া ও বড়ালসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েই চলেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিচু জমি তলিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে সবজিসহ বিভিন্ন ফসল। শেষ খবর পাওয়া পর্যন্ত, যমুনা নদী অধ্যুষিত জেলার ৫টি উপজেলার প্রায় ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নিম্নাঞ্চল পানি বাড়ছে যুমনা নদী সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর