ঢাকা: সাতদিন মুলতবি থাকার পর ২৩ জুন বেলা ১১ টায় বাজেট অধিবেশন শুরু হবে। গত ১৫ জুন সম্পূরক বাজেট পাসের মধ্য দিয়ে অধিবেশন সাতদিনের জন্য মুলতবি করা হয়। এদিকে যেসব সংসদ সদস্য অধিবেশনে যোগ দেবেন তাদের করোনা ভাইরাসের উপসর্গ আছে কি না তার পরীক্ষা করা হচ্ছে। শনি ও রোবাবর দুদিন এমপিদের করোনা টেস্ট করা হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেল ৩টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। এরপর ১২ ও ১৩ জুন ছিল সাপ্তাহিক ছুটি। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হয়।
সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জুন সংসদ অধিবেশন চলবে। এরপর আবারও অধিবেশন মুলতবি হতে পারে ২৯ তারিখ পর্যন্ত। বাজেট পাস হবে ৩০ জুন।
২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে। এদিনই পাস হবে অর্থবিল। ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে। এর পর আরেকবার বিরতি দিয়ে ৮ বা ৯ জুলাই একদিনের জন্য অধিবেশন বসে ওইদিনই অধিবেশনের সমাপ্তি টানার কথা রয়েছে।